‘তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ নেই’

মে ১৪, ২০১৩
dr-hasan-mahmudh-sm20120709214622
ঢাকা জার্নাল: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এবং সেই সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা।”তাই খালেদা জিয়াকে শর্তহীনভাবে আলোচনায় আসার আহ্বান জানান মন্ত্রী।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “জনপ্রিয়তা যাচাই করতে চাইলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। ওই নির্বাচনে অংশগ্রহণ না করলে গত ৫ মে হেফাজতের সমাবেশে তাণ্ডব এবং কোরআন শরীফ পোড়ানোর দায়ে আপনাদের বিচারের মুখোমুখি করা হবে।”

বিশ্বনেতারাও খালেদা জিয়ার প্রতি মুখ ফিরে নিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া বুঝতে পেরেছেন সরকার যেমন নরম সুরে কথা বলতে পারে, তেমনি কঠোরও হতে পারে।”

তিনি আরো বলেন, “খালেদা জিয়ায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম হাওয়ায় মেলে গেছে। আওয়ামী লীগ একটি শক্তিশালী সরকার,যে কোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধের ক্ষমতা রাখে এই সরকার। গত ৫ মে সেটা বুঝে গেছেন খালেদা জিয়া।”

সংগঠনের সভাপতি মোবারক আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.