গান্ধির ব্যবহার্য দ্রব্যাদি নিলামে উঠছে !

মে ১৩, ২০১৩

kre16ঢাকা জার্নাল: চলতি মাসের শেষ দিকে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধির বিভিন্ন ব্যবহার্য এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দ্রব্যাদির সবচেয়ে বড় সংগ্রহ নিলামে উঠতে যাচ্ছে। চলতি মাসের ২১ তারিখে বিভিন্ন ধরনের ৩শ’রও বেশি জিনিসপত্রের নিলাম অনুষ্ঠিত হবে।

ব্রিটেনের নিলামকারী প্রতিষ্ঠান শর্পশায়ার জানিয়েছে, অন্যান্য গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নথিপত্রের সঙ্গে গান্ধির স্মৃতিবিজড়িত ওই দ্রব্যাদির নিলাম হবে।

১৯১৬ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ ইস্টার রাইজিং-এর কালে স্বাধীন আয়ারল্যান্ডের ঘোষণাপত্রের একটি অনুলিপিও নিলামে উঠবে। ধারণা করা হচ্ছে, বর্তমানে এটিই ওই ঘোষণাপত্রের একমাত্র কপি।

নিলামে গান্ধির একজোড়া স্যান্ডেলের মূল্য ১০ থেকে ১৫ হাজার পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৩২ সালে ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিবেদনে গান্ধিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়। বিরল এই প্রতিবেদনটিও নিলামে উঠতে যাচ্ছে।

উল্লেখ্য, এর মধ্যে ১৯৪২ সালের দিকে গান্ধি ও নেহেরু ব্রিটিশ সরকারের গ্রেপ্তারের শিকার হয়েছেন এ ধরনের একটি আলোকচিত্র এবং গান্ধির একদমই ব্যতিক্রম একটি আলোকচিত্র যেখানে তিনি স্যুট পরিহিত অবস্থায় রয়েছেন, সেটিও নিলামে উঠবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.