চ্যালেঞ্জ গ্রহণ করতে বিরোধী দলের প্রতি আহ্বান – সুরঞ্জিত

মে ১৩, ২০১৩

suranjit1ঢাকা জার্নাল: আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে চ্যালেঞ্জ গ্রহণ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে চাই। নির্ধারিত সময়েই সব নির্বাচন হবে। অচিরেই ৪টি সিটি কর্পোরশনের নির্বাচন হবে।আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করুন।”

তিনি আরো বলেন, “এ সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠ হয়েছে। এ নির্বাচনও সুষ্ঠ হবে।”

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “বিরোধী দলের রাজনৈতিক চেহারা দেশের মানুষ দেখেছে। আপনারা এবারও রিজেক্ট হবেন।”

তিনি বলেন, “সাংবিধানিক কাঠামোর মধ্যেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদেরকে রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে।”

বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, “আমরা সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান চাই। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।নৈরাজ্য পরিহার করে সংলাপের পরিবেশ আপনাদের তৈরি করতে হবে।”

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম সভায় সভাপতিত্ব করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.