এবার শিলাইদহ কুঠিবাড়িতে ফাটল

মে ৯, ২০১৩

7a5aa9db9e19901d3a152a2dab834983

ঢাকা জার্নাল- এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দেখা দিয়েছে ফাটল। কুঠিবাড়ির দ্বিতল ভবনের বাথরুফের পাশে বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে।

এতে যে কোনো মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। যা মূলত কুঠিবাড়িতে আগত দর্শনার্থীদের জন্য শঙ্কার কারণ। বেশ কিছুদিন ধরে এ ফাটল দেখা দিলেও কর্তৃপক্ষ খুব একটা আমলে নেয়নি। বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকের বক্তব্যে বিষয়টি উঠে এলে সেখানে আগত দর্শনার্থী-পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দর্শনার্থী সৈয়দা হাবিবা বলেন, ‘‘কুঠিবাড়ির ফাটল সংস্কার করা খুবই জরুরি। বেশ কিছুদিন আগেই এ ফাটল দেখা দিলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আশা করি, দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবে’’।

শিলাইদহ কুঠিবাড়িতে দায়িত্বপ্রাপ্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আব্দুল বাতেন শিলাইদহ কুঠিবাড়ি ফাটলের বিষয়টি নিশ্চিত জানিয়েছেন, ফাটল সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। দ্রুতই সংস্কার কাজ করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.