বিদেশী ছাত্রদের ওপর নজরদারী বাড়াচ্ছে আমেরিকা

মে ৭, ২০১৩

god_bless_americaঢাকা জার্নাল: মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে দেশটিতে পড়তে ইচ্ছুক বিদেশী ছাত্রদের বিষয়ে নিরাপত্তা নজরদারী ব্যবস্থা কঠোর করতে যাচ্ছে।

সন্দেহভাজন এক বোমা হামলাকারীর বিষয়ে তথ্য গোপন করার দায়ে কাজাখস্থান থেকে আসা বৈধ কাগজবিহীন এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ দেশটিতে অবস্থানরত সকল বিদেশি ছাত্রের ভিসার সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে নির্দেশ দিয়েছে।

গত মাসে বস্টনে ঐ ঘটনার পর এটি ছিল দেশটির সরকারের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থায় আনা প্রথম কোন পরিবর্তন।

এর আগে তদন্তে বাধা দেয়ার অভিযোগে অভিযুক্ত কাজাখস্থানের একজন ছাত্রকে বৈধ ভিসা ছাড়াই গত জানুয়ারিতে দেশটিতে প্রবেশ করতে দেয়া হয়েছিল বলে স্বীকার করে নেয় ওবামা প্রশাসন।

সন্ত্রাসীরা দেশটিতে ছাত্র ভিসা ব্যবহার করে প্রবেশ করছে বলে দেশটির আইন প্রণেতাসহ অনেকেই দীর্ঘদিন ধরে বলে আসছিলেন।

আজামাত তাজাইয়াকভ নামের ঐ কাজাখ শিক্ষার্থী বস্টন বোমা হামলার মূল সন্দেহভাজন জোখার সারনায়েভের সহপাঠী। তাজাইয়াকভ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাইরে যান এবং ২০শে জানুয়ারি ফিরে আসেন।

কিন্তু অ্যাকাডেমিক কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করায় জানুয়ারিতে তার ভিসা বাতিল হয়ে যায়।

বর্তমান ব্যবস্থায় বিমানবন্দর বা সীমান্তে কর্মকর্তারা কোন বিদেশী ছাত্রকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সেকেন্ড অফিসারের কাছে পাঠানো হলে কেবলমাত্র তখনই তার ভিসা পরীক্ষা করে দেখতে পারেন।

নতুন ব্যবস্থায় একজন ছাত্র দেশটিতে প্রবেশের আগেই তার ভিসা সংক্রান্ত সকল তথ্যাদি পরীক্ষা করে দেখবেন বর্ডার এজেন্টরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.