লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত

জানুয়ারি ৯, ২০২৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণে গান্দুরিয়েহ শহরে মঙ্গলবার (৯ জানুয়ারি) হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে হামলা করে ইসরায়েল। এতে হিজবুল্লাহর ওই তিন সদস্য নিহত হন। গোষ্ঠীটির অপারেশনগুলোর সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে সূত্রগুলো তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি।

আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর এটিকে ‘বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘একটি কঠিন অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। কেননা, ইসরায়েলি সামরিক বাহিনীকে কোনকিছুতেই থামানো যাচ্ছে না। গোষ্ঠীটি এমন কিছু পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকছে যা লেবাননকে যুদ্ধে টেনে আনতে পারে। কারণ তারা জানে, এমন হলে তা পুরো দেশের জন্য ধ্বংস ডেকে আনবে।’

এর আগে, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গোষ্ঠিীটির কার্যক্রমের সঙ্গে পরিচিত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

তবে সোমবারের অভিযানের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।