ঢাবি ও গ্রামীনফোন চুক্তি

এপ্রিল ৩০, ২০১৩

ComputerLabs023ঢাকা জার্নাল: ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে বিভন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য অনুষদে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণ ফোন।

আধুনিক সার্ভারসহ ৫০টি কম্পিউটার এবং অন্যান্য সুবিধা ছাড়াও ল্যাবটিতে বর্তমান ইন্টারনেট সংযোগের পাশাপাশি আরো ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেয়া হবে।

আর এসব সুবিধা নিশ্চিত করতে বিশ্বাবিদ্যালয়ে প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোনের পক্ষে প্রতিষ্ঠানের সিইও বিবেক সুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধক্ষ অধ্যাপক ডঃ মোঃ কামালুদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এএএমএস আরেফিন সিদ্দিকি, উপ-উপাচার্য অধ্যাপক ডঃ শহিদ আখতার হোসেন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইয়াৎ উল ইসলাম, গ্রামীণফোনের সিটিও তানভীর মোহাম্মদ এবং ভারপ্রাপ্ত সিসিও তাহমিদ আজিজুল হক, অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য অনুষদের কম্পিউটার ল্যাব তৈরিতে সহায়তা করায় গ্রামীণফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.