‘পূর্ণ মাত্রার গৃহযুদ্ধের’ দ্বারপ্রান্তে সুদান: জাতিসংঘ

জুলাই ১০, ২০২৩

সংঘাত-বিধ্বস্ত সুদান ‘পূর্ণ মাত্রার গৃহযুদ্ধের’ দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সুদানে চলমান সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। একটি আবাসিক এলাকায় বিমান হামলায় প্রায় দুই ডজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর রবিবার এ সতর্কতা জানায় আন্তর্জাতিক সংস্থাটি।

জাতিসংঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, ‘ আন্তোনিও গুতেরেস ওমদুরমানে বিমান হামলার নিন্দা জানিয়েছেন। ওই হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে, কয়েক ডজন আহত হয়েছে।

ফারহান হক বলেন, ‘গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধ সুদানকে একটি পূর্ণ মাত্রার গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এটা গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।’

ক্ষমতার ভাগাভাগি নিয়ে গত ১৫ এপ্রিল থেকে সুদানের প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে যুদ্ধ চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার মানুষ নিহত হয়েছে। বেঁচে থাকা ব্যক্তিরা যৌন সহিংসতার কথা জানিয়েছেন। অনেকে আবার জাতিগত হত্যার কথা বলেছেন। এ ছাড়া এমন প্রেক্ষাপটে দেশটিতে ব্যাপক লুটপাট শুরু হয়েছে। দারফুর অঞ্চলে মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অনুসারে, সুদানের লড়াইয়ে প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭ লাখ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে।

সংকট সমাধানে আজ (সোমবার) ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া এবং দক্ষিণ সুদানের নেতারা – আদ্দিস আবাবায় বৈঠকে বসবেন৷

সূত্র: আরব নিউজ