৬৬তম কান চলচ্চিত্র উৎসবে ‘কামসূত্র থ্রিডি’

এপ্রিল ২৬, ২০১৩

27706-sherlyn-chopra-hot-stills01ঢাকা জার্নাল:  প্লেবয় স্টার শার্লিন চোপড়ার বিতর্কিত ‘কামসূত্র   থ্রিডি’ ছবিটি ৬৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত   হবে। এমনিতেই বিতর্কিত এ তারকার প্রতি রয়েছে ভক্তদের  অধীর আগ্রহ। টান টান উত্তেজনায় ভরপুর শার্লিনের ‘কামসূত্র থ্রিডি’ কান উৎসবে প্রদর্শিত হলে শার্লিনের আলাদা ইমেজ তৈরি হবে- এমনটাই ধারনা তার ভক্তদের।

প্রথম ভারতীয় নারী হয়ে শার্লিন প্লেবয়ে প্রচ্ছদ হয়ে প্রথম আলোচনায় এসেছিলেন।এরপর টুইটারে নিজের ন্যুড ছবি ও পরে ইউটিউবে নুড ভিডিও ফুটেজ পোস্ট করে আবারো আলোচনায় আসেন। এভাবে একের পর এক  বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন বারবার। সর্বশেষ ইউটিউবে পো করা ‘কামসূত্র থ্রিডি’র ভিডিওটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। আর এখন কান চলচ্চিত্র উৎসবে শার্লিনের ছবি প্রদর্শিত হলে আবারো আলোচনায় চলে আসবেন নিঃসন্দেহে, এমনটাই মনে করেন অনেকে।

রুপেশ পালের পরিচালনায় ও মিতেস কুমার পটলের প্রযোজনায় নির্মিতি হয় ‘কামসূত্র থ্রিডি’।

পাল বলেন, “ফ্রান্সে ১৫ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠেয় কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত তারকাদের উপস্থিতিতে হয়ে উঠবে মুখরিত।।”

২০ মে ভারতে বলিউডের শতবর্ষ পূর্তি উপলক্ষে আপকামিং ‘কামসূত্র থ্রিডি’ ছবিটি প্রদর্শিত হবে।এছাড়া শতবর্ষ উপলক্ষে বিশেষ ছবি ‘বোম্বে টকিজ’, অমিত কুমারের ‘মুনসুন ওয়েডিং’ ও রিতেশ বাত্রার ‘ডাব্বা’ ছবিটি প্রদর্শিত হবে। কান চলচ্চিত্র উৎসবে অতিথি দেশ হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র:এনডিটিভি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.