মোড়ক উন্মোচন হলো স্বপ্নধারা নিবেদিত ৭টি গানের এলবাম ‘জন্মভূমি’

জুলাই ২৬, ২০২২
মোড়ক উন্মোচন হলো স্বপ্নধারা নিবেদিত ৭টি গানের এলবাম ‘জন্মভূমি’। সোমবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এই এলবামের মোড়ক উন্মোচন করেন।
মইনুদ্দিন লিটন ভূঁইয়া’র কথা ও সুরে এবং জিয়াউল আহসান টিটো’র প্রযোজনায় ‘জন্মভূমি’ এলবামের জন্য গানগুলো গেয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী ও শুভমিতা ব্যানার্জী এবং বাংলাদেশের সংগীতশিল্পী রাজিব, কিশোর, মুহিন ও লিজা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার মইনুদ্দিন লিটন ভূঁইয়া, প্রযোজক জিয়াউল আহসান টিটো, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য এডভোকেট জাফর ইকবাল মুন্না।
স্বপ্নধারা’র ‘জন্মভূমি’ এলবামে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশু শেখ রাসেল, জননেত্রী শেখ হাসিনা, প্রকৃতি ও দেশাত্মবোধক গান রয়েছে। জিয়াউল আহসান টিটো’র ধারা বর্ণনায় এ এলবামে সাতটি গান প্রকাশ করা হয়েছে। স্বপ্নধারা’র ইউটিউব চ্যানেল
https://www.youtube.com/channel/UCQdKZqqrtmoK7DcGeujdobAf এলবামের গানের ডিভিডি দেখা যাবে