নিম্নমানের বই দিলে ব্যবস্থা

ডিসেম্বর ২৩, ২০২১

নিম্নমানের বিন্যামূল্যের পাঠ্যবই দিলে সরবরাহকারী মুদ্রণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে সংশ্লিষ্ট ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকের তিনি এ কথা জানান।

কালো তালিকাভুক্ত মুদ্রণ মালিকদের টেন্ডারে অংশ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, বইয়ের মান ঠিক থাক। সরকার অনেক টাকা ব্যয় করে বিনামূল্যের পাঠ্যবই করছে। বিনামূল্যের বই মানে কম মানের নয়। সেখানে যদি কেউ মান খারাপ দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। অনেক প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নেয়; আমরা যদি জানতে পারি, এটি আসলেই সেই প্রতিষ্ঠান অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অনেক প্রতিষ্ঠান নাম পাল্টে টেন্ডারে অংশ নেয় এমন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও প্রতিষ্ঠান যদি নামই পাল্টে নতুন প্রেস করে, সে ক্ষেত্রে কীভাবে চিহ্নিত করবো, আইনগত দিক থেকে কীভাবে ঠেকাবো? যদি প্রতারণা বাড়ে আরও কিছু করা যায় কিনা দেখতে হবে।

কার্যাদেশ অনুযায়ী কিছু প্রতিষ্ঠানের বই পেতে ৩১ জানুয়ারি লাগার কথা। তাহলে শিক্ষার্থীরা বই পাবে কখন  প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘মুদ্রণ মালিকরা কথা দিয়েছেন, তারা প্রত্যেকে আমাদের নিশ্চিত করেছেন ৩১ ডিসেম্বরের মধ্যে বই স্কুলে পৌঁছে দেবেন।’