পুরোপুরি পাঠদান মার্চ পর্যন্ত দেখার পর

ডিসেম্বর ২৩, ২০২১

মার্চ পর্যন্ত ওমিক্রন সংক্রমণ পরিস্থিতি দেখার পর শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি শ্রেণি পাঠদান শুরুর করা হবে। এর আগে আশিংক ক্লাস অব্যাহত থাকবে।  বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ওমিক্রন নিয়ে এখনও শেষ কথা বলার সময় আসেনি। ইউরোপ, আমেরিকায় ব্যাপকভাবে ছড়াচ্ছে। আর একটু দেখার দরকার।  এখানে করোনা সংক্রমণ বাড়ে মার্চ মাসে। কাজেই মার্চ না আসা পর্যন্ত বলতে পারবো না, আমরা নিরাপদ অবস্থায় আছি। এ কারণে আমরা পুরোপুরি স্বাভবিক জায়গায় যেতে পারি না।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেখানে শিক্ষার্থী কম সেখানে হয়তো পুরোপুরি ক্লাসে যাওয়া যাবে। অন্য প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থায় যাওয়া যাবে না। আমরা স্কুলকে বলতে পারি না যে, শিক্ষার্থী অর্ধেক বাড়িয়ে দাও। মার্চে যদি সংক্রমণ না বাড়ে তাহলে আমরা বলতে পারবো, পুরো সময় ধরে বিদ্যালয় চলবে।’