১ ফেব্রুয়ারি নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু

ডিসেম্বর ২৩, ২০২১
  1. ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম শুরুর আগেই ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে দেশের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সাতটি প্রতিষ্ঠানের পাইলটিংয়ে থাকছে মাধ্যমিকের সপ্তম শ্রেণি এবং প্রাথমিকের প্রথম শ্রেণি।  এই দুই শ্রেণির বইগুলো ১ ফেব্রুয়ারির মধ্যেই তৈরি হয়ে যাবে।’

দীপু মনি বলেন, ‌‘৯৫ শতাংশের বেশি বিনামূল্যের পাঠ্যবই ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। ইতোমধ্যে ১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই প্রস্তুত হয়ে যাবে। সেটাও আমরা  জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে দিতে পারবো।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাসে বেই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা সময়মতোই বই হাতে পেয়ে যাবে। স্বাস্থ্যবিধির কারণেই ১ জানুয়ারি বই দিতে পারবো না।’