বিকেলে সাড়ে পাঁচটায় রাষ্ট্রপতি নির্বাচন

এপ্রিল ২১, ২০১৩

300px-Jatiyo_Sangshad_Bhaban_(Roehl)ঢাকা জার্নাল: নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে বিকেল সাড়ে পাঁচটায়। এ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধান প্রদত্ত মতাবলে অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট ইতোমধ্যে সংসদ অধিবেশন আহ্বান করেছেন। আর এ অধিবেশনের জন্য সংসদ সচিবালয়ও সব প্রস্তুতি শেষ করেছে।

অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন এসব কারণেই অধিবেশনটি সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্ব¡পূর্ণ।

অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া এর আগে সকাল ১১টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে।

অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনে অংশ নিচ্ছে না। সংসদ অধিবেশনে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তবে অধিবেশনে যোগদানের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.