এই মৌসুমে এডিস-কিউলেক্স দুই মশাই বাড়বে

মার্চ ৩, ২০২০

গত বছরের আবহাওয়ার অস্বাভাবিকতায় আমাদের হাত ছিল না, তবে আমরা যদি আবহাওয়া পরিবর্তনের কথা মাথায় রেখে সজাগ হয়ে আমাদের সময় কাটানোর জায়গা/বাসস্থান, স্কুল- কলেজ/কর্মস্থানের আশেপাশের এলাকা এবং ঘর-বাড়ি (ভিতর-বাহির) সবটা পরিস্কার রাখার ব্যবস্থা করতাম, তাতে অন্যকে আকৃষ্ট করার সাথে সাথে সচেতনও করতাম!

  • ড. ইন্দ্রানী ধর

আসন্ন মৌসুমে এডিস মশা (দিনে কামড়ানো) ও কিউলেক্স মশা (রাতে কামড়ানো) র সংখ্যা আরো বাড়তে পারে। তবে মশার সংখ্যা বাড়া বা কমা ব্যাপারটা আমরা কিন্তু ঠিক করতে পারি! নিয়ন্ত্রণ করতে পারি সচেতন হলেই।

তবে কীভাবে তা করবো জেনে নেওয়া যেতে পারে। প্রথমেই একটু মনে করার চেষ্টা করি গতবছর মশার এত বাড়-বাড়ন্ত ছিলো কেন?

√ আবহাওয়ার অস্বাভাবিকতাঃ

গত বছরের আবহাওয়ার অস্বাভাবিকতায় আমাদের হাত ছিল না, তবে আমরা যদি আবহাওয়া পরিবর্তনের কথা মাথায় রেখে সজাগ হয়ে আমাদের সময় কাটানোর জায়গা/বাসস্থান, স্কুল- কলেজ/কর্মস্থানের আশেপাশের এলাকা এবং ঘর-বাড়ি (ভিতর-বাহির) সবটা পরিস্কার রাখার ব্যবস্থা করতাম, তাতে অন্যকে আকৃষ্ট করার সাথে সাথে সচেতনও করতাম!

এইবারও যেহেতু আবহাওয়ার বিরুপ প্রভাব এখন হতে বোঝা যাচ্ছে, তাই

গত বছরের শিক্ষাটা নিয়ে আমরা এবার মার্চের শুরু থেকে এই কাজটিতে মনঃসংযোগ করতে পারি।

√ ঘরের ময়লাগুলোকে পচনশীল- অপচনশীলে ভাগ করে পরিচ্ছন্ন কর্মীর কাছে পৌঁছানো।

√ রাস্তাঘাটে বা ড্রেনে, নদীতে প্লাসটিকের পেকেট, পলিব্যাগ, পানির বোতল ইত্যাদি ছুড়ে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার অভ্যাস করা।

√ বা-মা/ শিক্ষক -শিক্ষিকাদের কাছে বিণীত অনুরোধ, আপনারা প্লিজ আপনার সন্তানকে/ শিক্ষার্থীদের এটা মনে করিয়ে দিন, প্রিয় মাতৃভূমির প্রতি ইঞ্চি জায়গা অতি মূল্যবান, সোনার মতো! ময়লা ফেলে একে নষ্ট করা যাবেনা, প্রতিবন্ধতা সৃষ্টি করা যাবে না।

ছোটবেলা থেকে আন্তরিক হলে শিশুদের হাত ধরেই আসবে কাঙ্খিত পরিবর্তন।

√ নিজ বাসস্থানের মধ্যে/আশপাশের ড্রেন/ জল জমা জায়গা চোখে পড়লে পরিস্কার করার উদ্যোগ নেোয়া/ সংশ্লিষ্টদের অবহিত করার ব্যবস্থা নেওয়া।

√ পাশের বাড়ি/রাস্তার পাশের জন তো আমার, আপনার আত্মীয় স্বজন, তাই তারা বাঁচলে আমি ও আপনি বাঁচবো!

আমরা কি এই কাজ দিয়ে মার্চ মাসটা শুরু করতে পারি না?

আসুন আমরা একত্রিত হই! মিলে মিশে এই পবিত্র কাজটি করি এই মাসে।

লেখক- ডেঙ্গু গবেষক ও উপ-পরিদর্শক, কারিগরি শিক্ষা বোর্ড।