শতবর্ষী বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ১

নভেম্বর ২৬, ২০১৯

ঢাকা জার্নাল: টাঙ্গাইলের ভূঞাপুরে আহাতন বেওয়া (১২০) নামের এক শতবর্ষী বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফলদা হিন্দুপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আহাতন বেওয়া ওই গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলের দোকানের কর্মচারী বাবুকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি জব্দ করা হয়।

এ হত‌্যাকাণ্ডের পর পুলিশ, সিআইডি এবং ডিবির পৃথক তিনটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, আহাতন বেওয়া তার ছেলে এবং ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শিহাব উদ্দিনের ফলদা বাজারে একটি দোকান আছে। সেই দোকানের কর্মচারী বাবু। আজ সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। অন‌্য লোকজন বাড়িতে লোক এসে ঘরের মেঝেতে আহাতন বেওয়ার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর নিহতের ছেলের দোকানের কর্মচারী বাবুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা জার্নাল, নভেম্বের ২৬, ২০১৯