নারীর প্রতি সহিংসতা রোধে ইউনেস্কো করফান্সে মন্তব্য লেখেন শিক্ষামন্ত্রী

নভেম্বর ২৬, ২০১৯

ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদরে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি নারীর প্রতি সহিংসতা বন্ধে এক ক্যাম্পেইনে বাংলায় মন্তব্য লিখছেন ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো’।  সোমবার (২৫ নভেম্বর) ক্যাম্পেইনে এই বক্তব্য লেখেন তিনি।

গত ১২ নভেম্বর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। সারা বিশ্বের ১৯৩টি দেশ এ কনফারেন্সে অংশ নেয়।

কনফারেন্সের দ্বিতীয় দিন (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রী মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশকে সারা বিশ্বে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের কাজ শুরু হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইসিটি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিকে ডিজিটাল ক্লাসরুম স্থাপনের কাজ চলছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে (১২ নভেম্বর) শিক্ষামন্ত্রী  গত ১০ বছরে স্কুল শিক্ষার্থী ঝরে পড়ার হার ৪৭ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনার কথা তুলে ধরেন। দীপু মনি কনফারেন্সে বলেন, ‘ ‘স্কুলে ঝড়ে পড়া রোধে সরকার স্কুল ফিডিং এবং বৃত্তির ব্যবস্থা করেছে। স্কুল শিক্ষার্থীদের  ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ সরকার।’