বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন

অক্টোবর ১৭, ২০১৯

ঢাকা জার্নাল: ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চীনের ভিসা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ-চায়না বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। চীন বাংলাদেশকে আরও বাণিজ্য সুবিধা দেবে ও বিনিয়োগ বৃদ্ধি করবে।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মনশি বলেন, ‘চীন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ও বড় ব্যবসায়িক অংশীদার। চীনের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য বেড়েই চলছে। বাংলাদেশ চীনের আরও বেশি বিনিয়োগ আশা করে ও আরও বেশি রফতানি সুবিধা প্রত্যাশা করে। বাংলাদেশে পণ্য উৎপাদনের খরচ কম। চীন বাংলাদেশে পণ্য উৎপাদন করে সারাবিশ্বে রফতানি করতে পারে। বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চায়নার ভিসা সহজ করলে উভয় দেশের বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।’

ঢাকা জার্নাল ১৭ অক্টোবর২০১৯