দেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই: মির্জা ফখরুল

মার্চ ১৬, ২০১৮

ঢাকা জার্নাল: শুক্রবার (১৬ মার্চ) দুপুরে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাগুলোর প্রতিফল ঘটাবে এটা আমাদের কাছে এখন স্পষ্ট। সুতরাং এই নির্বাচনে জনগণের সমর্থন থাকবে না। আমরাও এই নির্বাচনে অংশ নেবো কিনা তা ভেবে দেখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ, ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সরাফত আলী সফু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মইনুল ইসলাম খান শান্ত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল হামিদ ডাবলু প্রমুখ।

এর আগে, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবরে দলীয় নেতাকর্মী নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার পাঁচুরিয়ায় ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন খন্দকার দেলোয়ার হোসেন। মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। জাতীয় সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপের দায়িত্বও পালন করেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.