স্টিফেন হকিং কেন কখনও নোবেল পুরস্কার পাননি

মার্চ ১৬, ২০১৮

ঢাকা জার্নাল: পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ সম্মাননা নোবেল পুরস্কার। প্রতিবছর বিজ্ঞানের এ শাখায় গুরুত্বপূর্ণ গবেষণার জন্য বিজ্ঞানীরা এ পুরস্কার পেয়ে থাকেন। তবে সমসাময়িক সবচেয়ে আলোচিত পদার্থবিদ স্টিফেন হকিং কখনও পাননি এই পুরস্কার।

স্টিফেন হকিং-এর মৃত্যুর পর বার বার ঘুরে ফিরে আসছে এ প্রশ্ন। ব্ল্যাক হোলের মৃত্যু ঘটে- এরকম গুরুত্বপূর্ণ ও বিরল তথ্য আবিষ্কারের পরেও স্টিফেন হকিং কেন পেলেন না নোবেল পুরস্কার?

ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে সায়েন্স অফ লিবার্টির লেখক, টিমথয় ফেরিস দিয়েছেন এই প্রশ্নের জবাব। তিনি বলেছেন, স্টিফেন হকিং একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিষয়গুলো প্রমাণ করা হয় তত্ত্বের উপর ভিত্তি করে। এগুলো প্রমাণ করা বেশ কঠিন।

ফেরিস তার সেই প্রতিবেদনে লিখেছেন, “ব্ল্যাক হোলের মৃত্যুর বিষয়টি তাত্ত্বিক সূত্র অনুযায়ী পুরোপুরি সঠিক। তবে সমস্যা হচ্ছে, এটাকে যাচাই করার কোনো উপায় নেই। ব্যাকহোল মরে ঠিকই তবে তাদের জীবনকাল এত লম্বা যে আজকেই তাদের মৃত্যু দেখা যাবে না।”

ফেরিস আরও বলেন, ব্ল্যাক হোলের মৃত্যু যদি দেখা যেত তবে অবশ্যই হকিং এর জন্য নোবেল পুরস্কার পেতেন। কিন্তু এই মৃত্যু সহস্র লক্ষ বছরেও এটি একবার হয় না। ফলে হকিং নোবেল পুরস্কার পাননি।

ঢাকা জার্নাল, মার্চ ১৬, ২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.