কানাডায় অভিবাসন: ভুল বা মিথ্যা তথ্য দিলে আশা পুরণ হবে না

মার্চ ১৬, ২০১৮

ঢাকা জার্নাল: অনেক সময় ছোট একটা ভুল সারা জীবনের কান্না হয়ে থেকে যায়৷ মানুষ ভুল না বুঝেই করে অনেক ক্ষেত্রে৷ কিছু ভুল পরে শুদ্ধ করে জীবনকে সুন্দর করে সাজানো যায়৷কিন্তু এমন কিছু ভুল আছে যা আর শুদ্ধ করা যায় না৷সেটার শুধু অাফসোস থেকে যায় সারাজীবন৷

তিন বছর আগে, আমি আমার বান্ধবী’র জন্য কানাডায় উকিল ধরে ওদের পুরো পরিবারের জন্য পেপার জমা দিয়েছিলাম৷ অনেক মোটা অংকের টাকা ওদের দিতে হয়েছে এজন্য৷ অনেক ধাপ আর প্রক্রিয়া পার করে সাত মাস আগে ওদের মেডিকেলের বা স্বাস্থ্য পরীক্ষার জন্য কানাডা ইমিগ্রেশন থেকে চিঠি পায়৷সে চিঠি পাওয়ার পর, আমি স্বস্তির একটা নি:শ্বাস ছেড়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম যে, আল্লাহ অবশেষে ওদের মেডিকেল হলো৷এবার চিন্তা কিছুটা কমবে৷

মেডিকেল করে পাঠানোর পর আবার শুরু হলো অপেক্ষার পালা, কবে পাসপোর্ট এর জন্য লেটার আসবে সে অপেক্ষা৷কারণ, মেডিকেলের জন্য ডাকা মানেই হলো ৯০% কাজ হয়ে গেছে৷এখন শুধু ভিসা দেওয়ার পালা৷ বাংলাদেশ থেকে ওদের অপেক্ষা, এদিকে আমার অপেক্ষা কবে লেটার আসবে  ইমিগ্রেশন থেকে সেই জন্য৷অবশেষে আরো ৬ মাস পর, গত মাসে ইমিগ্রেশন থেকে একটা চিঠি এলো।চিঠির খাম দেখে সবার চোখে-মুখে হাসি ছড়িয়ে পড়লো।

ঢাকা জার্নাল, মার্চ ১৬, ২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.