‘আমরা অসাধারণরা আইন মানতে চাই না’

জুলাই ২, ২০১৭

ঢাকা জার্নাল : সাধারণ মানুষদের আইন মানানো যায়, কিন্তু আমরা যারা অসাধারণ তারা আইন মানতে চাই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার মূল কারণ। এজন্য গাড়ির মালিক, চালক, যাত্রী, পথচারী, শ্রমিক সবারই সচেতন হওয়া প্রয়োজন। ভিআইপিরা উল্টো পথে যায় বলেই যানজট সৃষ্টি হয়। এটি মানসিকতার বিষয়, এই মানসিকতা পরিবর্তন করতে হবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদুল ফিতরের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ভিআইপিরাই উল্টো পথে বেশি গাড়ি চালাই।  আমাদের ভিআইপিদের গাড়িতে লাল-নীল বাতিসহ যে হুটার ব্যবহার করা হয় তাতে জনমনে আতঙ্ক তৈরি হয়। আমি আমার গাড়িতে সেটা ব্যবহার করি না। তবে আমাদের অনেকেই করেন। আমি তো তাদের নিষেধ করতে পারি না। এটি বন্ধ করার এখতিয়ার তো আমার নাই। তবে বিষয়টি আমি মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করবো। লাল-নীল বাতি জ্বালিয়ে রাস্তায় দাপট দেখানোর কিছু নেই। আমি আসছি, আমি আসছি এই ধরনের জানান দেওয়ারও কিছু নাই।’

তিনি আরও বলেন, ‘মানুষ এবারের ঈদে স্বস্তিতে বাড়ি গেছে ও ফিরে এসেছে। তবে আমরা শতভাগ সফল হয়েছি তা বলবো না। আমরা ৮০ ভাগ সফল হয়েছি। কোরবানির ঈদের রাস্তায় পশুর হাট বসবে। যেটা একটি বাড়তি চাপ। বিষয়টি মাথায় রেখে এবং এবারের ব্যর্থতা থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আজ থেকেই কাজ শুরু করলাম।’

ঢাকা জার্নাল, জুলাই ২, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.