শ্রদ্ধা জানাতে হলি আর্টিজানে ডায়াস

জুলাই ১, ২০১৭

ঢাকা জার্নাল: নিহতদের শ্রদ্ধা জানাতে গুলশানের হলি আর্টিজানের পুরনো রেস্টুরেন্টটি চার ঘন্টা খোলা থাকবে। ভবনের সামনে এজন্য একটি ডায়াস তৈরি করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবার জন্য রেস্টুরেন্টটি উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গুলশানের থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘রেস্টুরেন্টটি মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন এটি কীভাবে খোলা রাখা হবে তা মালিকপক্ষের ব্যাপার। তবে কালকে (শনিবার) শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার কথা চিন্তা করছে পুলিশ।’

মালিকদের একজন আলী আর্সলান বলেন, ‘এক বছর আগে এদিন এখানে অনেক দেশি-বিদেশি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্বজনেরা শ্রদ্ধা জানাতে আসবেন। মূলত এ বিষয়টি মাথায় রেখে সব মালিক বসে চার ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের বাড়িটির সামনে সাদা কাপড়ে মোড়ানো লম্বা আকৃতির একটি ডায়াস তৈরি করা হয়েছে।’

জানা গেছে, জঙ্গি হামলার পর প্রায় সাড়ে চার মাস আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে থাকে হোলি আর্টিজান। গত বছরের ১৩ নভেম্বর পুলিশ মালিককে এর দায়িত্ব বুঝিয়ে দেয়।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় নাগরিক এবং তিন বাংলাদেশি ও দুজন পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে নির্মমভাবে হত্যা করে।

ঢাকা জার্নাল, জুন ৩০ ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.