ঢাকা-ব্যাংকক রুটে বিমানের বিশেষ অফার

মে ১৪, ২০১৭

ঢাকা জার্নাল : ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে সর্বনিন্ম ২০ হাজার ৬০ টাকায় টিটিক বিক্রির ঘোষণা দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৩ মে) সন্ধ্যায় বিমানের জনসংযোগ দফতার থেকে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে বিমানের জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, ‘বাড়তি সুবিধা হিসাবে বিনা শুল্কে অতিরিক্ত ল্যাগেজ নেওয়ার সুবিধা থাকবে। ইকোনমি ক্লাসে ঢাকা থেকে ব্যাংকক রুটে চেক ব্যাগেজে ২০ কেজির স্থলে ৩০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে সাত কেজি মালামাল বহন করতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রীরা চেক ব্যাগেজে ৪০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে সাত কেজি কেজি মালামাল বহন করতে পারবেন।’

শারমিন সুলতানা  আরও জানান, ফিরতি ব্যাংকক –ঢাকা ফ্লাইটের ইকোনমি ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক ব্যাগেজে মালামাল নিতে পারবেন। সেইসঙ্গে হ্যান্ডব্যাগেজে সাত কেজি মালামাল বহন করার সুযোগ থাকছে যাত্রীদের।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিসপ্তাহে ঢাকা-ব্যাংকক রুটে ৬দিন ফ্লাইট পরিচালনা করে।

ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে সর্বনিন্ম ২০ হাজার ৬০ টাকায় টিটিক বিক্রির ঘোষণা দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৩ মে) সন্ধ্যায় বিমানের জনসংযোগ দফতার থেকে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে বিমানের জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, ‘বাড়তি সুবিধা হিসাবে বিনা শুল্কে অতিরিক্ত ল্যাগেজ নেওয়ার সুবিধা থাকবে। ইকোনমি ক্লাসে ঢাকা থেকে ব্যাংকক রুটে চেক ব্যাগেজে ২০ কেজির স্থলে ৩০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে সাত কেজি মালামাল বহন করতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রীরা চেক ব্যাগেজে ৪০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে সাত কেজি কেজি মালামাল বহন করতে পারবেন।’

শারমিন সুলতানা  আরও জানান, ফিরতি ব্যাংকক –ঢাকা ফ্লাইটের ইকোনমি ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক ব্যাগেজে মালামাল নিতে পারবেন। সেইসঙ্গে হ্যান্ডব্যাগেজে সাত কেজি মালামাল বহন করার সুযোগ থাকছে যাত্রীদের।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিসপ্তাহে ঢাকা-ব্যাংকক রুটে ৬দিন ফ্লাইট পরিচালনা করে।

ঢাকা জার্নাল, মে ১৩, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.