প্রধানমন্ত্রীর মন পড়ে থাকে বইমেলায়

ফেব্রুয়ারি ২, ২০১৭

ঢাকা জার্নাল : বিখ্যাত হয়ে গেলে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ানো যায় না। আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকলে তো তা কল্পনাতীত ব্যাপার। তাই চাইলেও বইমেলায় নিয়মিত আসতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপি অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় এ নিয়ে আক্ষেপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বইমেলায় সবাই আসে, আমারও মন পড়ে থাকে মেলায়। কিন্তু কী করবো, হাত-পা বাঁধা! চাইলেও এখন আর আগের মতো মেলায় আসা সম্ভব হয় না।’

‘হাত-পা বাঁধা’ কথার মাধ্যমে রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকার পাশাপাশি অনেক বাঁধাধরা নিয়ম মেনে চলার কথা বুঝিয়েছেন প্রধানমন্ত্রী। বইমেলায় সাধারণ মানুষের মতো অংশ নেওয়ার আকাঙ্ক্ষা এবং না আসতে পারার আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘সবাই যখন মেলায় আসে, আমি তখন বন্দি কারাগারে! সত্যিকারের কারাগারে যখন ছিলাম, সেটা ছিল ছোট জেলখানা। কিন্তু এখন রাষ্ট্রের কাজে ব্যস্ততার পাশাপাশি অনেক কিছু মেনে চলতে হয়।’

অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের প্রতি মানসম্পন্ন সাহিত্যকর্ম সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বই পড়ে নতুন প্রজন্ম বিপথগামী হওয়া থেকে বিরত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বই পড়লে অনেক কিছু ভুলে থাকা যায়, জ্ঞানার্জনও করা যায়। আশা করি, সবাই বই পড়বে।’

গত বছর অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এক সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে অবাধ বিচরণ ছিল তার। কিন্তু এখন ইচ্ছা থাকলেও আসতে পারেন না।

ঢাকা জার্নাল, ফেবুয়ারি ১, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.