মিশেলের কথা বলতে গিয়ে কাঁদলেন ওবামা

জানুয়ারি ১১, ২০১৭

ঢাকা জার্নাল: বিদায় ভাষণে ফার্স্ট লেডি ও পত্নী মিশেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্থানীয় সময় মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) শিকাগোয় বিদায় ভাষণের শেষ পর্যায়ে স্ত্রী মিশেলকে ধন্যবাদ দেন ওবামা। এ সময় তার চোখ ভিজে যায় জলে। সামনে বসা বড় মেয়ে মালিয়ার চোখেও জল এসে যায়।

মিশেল সম্পর্কে ওবামা বলেন, ‘দক্ষিণের মেয়ে মিশেল ল্যাভাউগন রবিনসন গত ২৫ বছর তুমি শুধু আমার স্ত্রী হয়ে থাকোনি, তুমি আমার সন্তানদের মা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু।’

ওবামা বলেন, ‘তুমি এমন একটি কাজ গ্রহণ করেছো, যা তুমি চাওনি। উদারতার সঙ্গে, সাহস ও স্টাইলের সঙ্গে এবং নিজস্ব কায়দায় তুমি তা নিজের করে নিয়েছো।’ এ কথা বলার সময় ওবামা তার পকেট থেকে সাদা রুমাল বের করে চোখের জল মোছেন।
মিশেলকে নিয়ে তিনি আরো বলেন, হোয়াইট হাউসকে তুমি এমন স্থানে পরিণত করেছো, যেখানে সবাই যুক্ত হতে পারে। তুমি আমাকে গর্বিত করেছো, গর্বিত করেছে আমেরিকাকে।’

বিদায় ভাষণ শেষ হওয়ার কিছু সময় পর তাদের পরিবারের বেশ আগের একটি ছবিসহ টুইট করে ওবামাকে ধন্যবাদ জানান মিশেল। টুইটে মিশেল বলেন, ‘তোমাকে নিয়ে এবং একসঙ্গে আমরা যা করেছি, তার জন্য গর্বিত পোটাস (ওবামা)। উল্লেখযোগ্য ব্যক্তিদের সঙ্গে আমরা অবিশ্বাস্য যাত্রা করেছি। আমি তোমাকে ভালোবাসি বারাক। -মো’

‘গণতন্ত্রের প্রতি হুমকি’ নিয়েই বক্তব্যে জোর দেন বিদায়ী প্রেসিডেন্ট ওবামা। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তার মৌলিক বিশ্বাস সম্পর্কে ডেমোক্র্যাটিক সমর্থকদের আস্থা রাখার আহ্বান জানান এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন, অগ্রগতি ও পরিবর্তন সম্ভব।

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়সী প্রশংসা করেন ওবামা। তিনি বলেন, জো বাইডেন আমার ভাই।

ঢাকা জার্নাল, জানুয়ারি ১১, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.