২৮ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

ডিসেম্বর ২৯, ২০১৬

ঢাকা জার্নাল: সাধারণ শিক্ষা বোর্ডে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি। এই হিসাবে জেএসসি-জেডিসি ২৮টি প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পরীক্ষায় পাস পারেনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জেএসসি-জেডিসিতে পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিন দুপুরে সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
গত বছর আটি সাধারণ শিক্ষা বোর্ডে জেএসমি-জেডিসি পরীক্ষায় মোট ৪৩টি প্রতিষ্ঠানের ৮ হাজার ৫৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করলেও ২৩টি প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীই পাস করেনি। এবার তা কমে হয়েছে ৮টি। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে গত বছর ২০টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এবার সেই সংখ্যা একই রয়েছে।
জেএসসি-জেডিসিতে এবার ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।
জেএসসি পরীক্ষায় এ বছর ঢাকা বোর্ডে ১ হাজার ১২৯টি, রাজশাহী বোর্ডে ১ হাজার ৫১৭টি, কুমিল্লায় ৩৪৮টি, যশোর বোর্ডে ৯৯৯টি, চট্টগ্রাম বোর্ডে ১৯২টি, বরিশাল বোর্ডে ৯১৯টি, সিলেটে ২৪৪টি, দিনাজপুর বোর্ডের ৮৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডের ৩ হাজার ২০৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
এদিকে মাদ্রাসা বোর্ডে ২০টি, দিনাজপুর বোর্ডে ৬টি, ঢাকা বোর্ডে ১টি, রাজশাহী বোর্ডে ১টি করে প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ২৯, ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.