হেফাজতের ইসলামের জন্য গরু

এপ্রিল ৫, ২০১৩

g-m-muzibur....1220130404201650ঢাকা জার্নাল: হেফাজতের ইসলামের লংমার্চ উপলক্ষ্যে লাখ লাখ লোক সমাগম হতে পারে।

এমন ধারণা থেকেই রাজধানীতে বাড়তি লোকের খাদ্য চাহিদা মেটাতে বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক সংখ্যক গরু সরবারহ করা হয়েছে।

গাবতলী থেকে রাতভর খিলগাঁও, বারিধারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দল বেঁধে রাখালদের গরুর পাল নিয়ে যেতে দেখা গেছে।

কোরবানীর ঈদ ছাড়া গভীর রাতে একসঙ্গে এতো গরু সরবরাহ আগে দেখা যায়নি। যেন হেফাজতের জন্যই এই গরু।

গরুর রাখালদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৬ এপ্রিল হেফাজতের ইসলামের লংমার্চে যোগ দিতে আসা লোকজনের জন্য বেশি গরুর প্রয়োজন হবে।

তাই ব্যবসায়ীরা আগে থেকেই রাজধানীতে গরুর সরবরাহ বেশি রাখছেন।
তাছাড়া শুক্রবারেও বাজারে মাংসের জন্য বেশি গরু লাগে।
বৃহস্পতিবার গভীর রাতে ইস্কাটনে গরুর পাল নিয়ে যাওয়ার সময় জানতে চাইলে রাখাল জহুরুল ইসলাম জানান জবাই করার জন্য গরু খিলগাঁও নিয়ে যাওয়া হচ্ছে।

খিলগাঁও এলাকার রাখাল সর্দার মো. ইসলাম জানান, জবাই করার জন্য গাবতলী থেকে এসব গরু নিয়ে যাওয়া হচ্ছে খিলগাঁও এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, লংমার্চের দিন হোটেল খোলা না থাকলে তাদের খাওয়ার ব্যবস্থা করা হবে আশ্রয় নেওয়া এলাকাগুলোতে।

এছাড়া অন্যান্য দিনগুলোতে তিন বেলা খাওয়ার জন্য হোটেলে ব্যবস্থা করাও দুরুহ হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই গরু কিনে আনা হচ্ছে।

নগর জুড়েই হেফজতের লোকজনের জন্য বাড়তি জোগান রাখা হচ্ছে গরু।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে হোফাজতে ইসলামের হাজার হাজার কর্মীর ঢাকা আগমন ব্যপক সাড়া ফেলেছে।

হেফজতে ইসলামের লংমার্চ প্রতিহত করার ঘোষণা দেওয়ায় বৃহস্পতিবার থেকেই লোকজন রাজধানীতে আসতে শুরু করে।

বৃহস্পতিবার গভীর রাতে লক্ষাধিক লোকজন রাজধানীতে ঢুকে পড়ে। তারা আশ্রয় নেয় রাজধানীর সীমানা ঘেষে বিভিন্ন মাদ্রাসায়।

ঢাকা জার্নাল, এপ্রিল ৫, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.