মন্ত্রিসভায় মিষ্টি খাওয়ালেন মেয়ের বাবা মুজিবুল হক

মে ৩০, ২০১৬

Rail_ministryঢাকা জার্নাল: সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। এ আনন্দ তিনি ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও।

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে সবাইকে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই ও সন্দেশ খাইয়েছেন রেলমন্ত্রী।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রী বিয়ষটি নিশ্চিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা প্রথমবার বাবা হওয়ায় মজিবুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক পর্যায়ে রেলমন্ত্রীর কাছে মেয়ের নাম রাখা হয়েছে কিনা এবং রাখলে কী রেখেছেন? তা জানতে চান শেখ হাসিনা।

প্রত্যুত্তরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘নাম এখনও রাখ‍া হয়নি। সেটা আপনার জন্যে রেখে দিয়েছি।’

খন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্তানের নাম রাখা মা-বাবার হক। নাম মা-বাবাকেই ঠিক করতে হয়।

এরপর রেলমন্ত্রীর মেয়ে হওয়ার খুশিতে একটি স্বরচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান ও প্রযক্তি মন্ত্রী স্থপতি  ইয়াফেস ওসমান।

এর আগে ২৮ মে (শনিবার) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা।

কিন্তু তখনও মেয়ের নাম রাখেননি রেলমন্ত্রী। জন্মের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘এখনও নাম রাখিনি, ধর্মীয় রীতি অনুযায়ী পরে নাম রাখা হবে।’

ঢাকা জার্নাল, মে ৩০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.