জ্বালানি তেলের দাম কমল

এপ্রিল ২৪, ২০১৬

Oilঢাকা জার্নাল: সব ধরনের জ্বালানি তেলের দাম কমল। সোমবার রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে।

এ বিষয়ে রোববার সন্ধ্যা ৭টায় পরিপত্র জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। পরিপত্র জারির বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম হোসেন।

এর আগে রোববার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘কাল (সোমবার) থেকেই তেলের নতুন দাম কার্যকর হবে।’

প্রতি লিটারে ডিজেলে ৩ টাকা, অকটেনে ১০ টাকা, পেট্রোলে ১০ টাকা ও কেরোসিনে ৩ টাকা দাম কমানো হয়েছে।

প্রতি লিটারের দাম (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে- ডিজেল ৬০.০১ টাকা, কেরোসিন ৬০.৮১ টাকা, অকটেন ৮১.৬৩ টাকা, পেট্রোল ৭৮.৮৩ টাকা এবং ফার্নেস অয়েল ৩৯. ৬১ টাকা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন রিফাইনারি লিমিটেড আমদানি বা ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল বিপণন কোম্পানিগুলোর কাছে উল্লিখিত মূল্যে সরবরাহ করবে।

এর আগে ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়।

গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়। সেই সিদ্ধান্তের পর ৪ এপ্রিল জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অন্য সব জ্বালানি তেলের দামও ১০ দিনের মধ্যে কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল ১৯ দিন পর।

ঢাকা জার্নাল, এপ্রিল ২৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.