সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেফতার

এপ্রিল ১৩, ২০১৬

logoঢাকা জার্নাল:  সোনালী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে দুদকের উপ সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদিন তাদের গ্রেফতার করেন। আজই বিচারিক আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সোনালী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোশাররফ হোসেন ও জাকির হোসেন।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ জুলাই প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীতে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। যার একটি মামলায় ৬ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা ও অপর মামলায় ৪ কোটি ১৪ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আর ওই মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জার্নাল, এপ্রিল ১৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.