‘পহেলা বৈশাখ সংস্কৃতি হারাম’ ফতোয়া ওলামা লীগের

এপ্রিল ৯, ২০১৬

Olama Leageঢাকা জার্নাল : ‘পহেলা বৈশাখ সংস্কৃতি অনৈসলামী ও হারাম’ ফতোয়া দিয়ে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ বলেছে, রাষ্ট্রধর্ম ইসলামের এ দেশে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ও আর্থিক সহযোগিতা চলবে না।

শনিবার (০৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ বক্তব্য তুলে ধরে বাংলাদেশ ওলামা লীগ।

ওলামা লীগের এই মানববন্ধন ও মাবেশে সমিমিইলত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরান শিক্ষা মিশন, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যহোট, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, হক্কানী আলেম সমাজ, জাতীয় ওলামা পরিষদ, বাংলাদেশ এতিমখানা কল্যাণ পরিষদ সমিতি, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্নী ছাত্র এক্য, বঙ্গবন্ধু ওলামা পরিষদমহ ১৩টি সংগঠন।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি পীরজাদা পীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আখতার হুসাইন বুখারী। এছাড়া আলহাজ্জ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরীসহ অন্যান্য নেতরা।

অনুষ্ঠানে বক্তরা বক্তব্য রাখেন এবং লিখিত বক্তব্য ও লিফলেটে তাদের দাবি তুলে ধরেন।

তাদের দাবিতে বলা হয়, পহেলা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর, করপোরেট মিডিয়া, পুঁজিবাদি বেনিয়াগোষ্ঠী বাণিজ্য করছে।
‘পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি পালনে মুসলমানিত্ব যায় না’ তথ্যমন্ত্রীর এ কুফরি বক্তব্যের জন্য প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

তাদের আসলামের এ রাষ্ট্রে নববর্ষ পালন জায়েয নয়। পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি, পহেলা মুহররম পালন জায়েয নয়।
ঢাকা জার্নাল, এপ্রিল ০৯, ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.