উত্তরাঞ্চলে ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ

এপ্রিল ৯, ২০১৬

strickঢাকা জার্নাল: রংপুরে দুই শ্রমিক নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ট্যাংক লরি শ্রমিকরা।

শ্রমিকদের এ ধর্মঘটে শাহজাদপুর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (০৯ এপ্রিল) সকাল থেকে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার পক্ষ থেকে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ  জানান, গত ২১ মার্চ ট্যাংক লরি চালক কুরাইশ ও হেলপার রমজান আলীকে রংপুরে হত্যা করা হয়। ওই ঘটনায় কেউ আটক না হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে এ ধর্মঘট ডেকেছেন। হত্যাকারীদের আটক না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে তিনি জানান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এ বিষয়ে রংপুরের কোতোয়ালি থানায় কথা বলেছি। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম আহম্মেদ  জানান, ধর্মঘট অব্যাহত থাকলে উত্তরবঙ্গে তেল সরবরাহে প্রভাব পড়বে। শ্রমিকদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছেন তারা।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.