বাঁশখালীতে বুধবার হরতাল

এপ্রিল ৫, ২০১৬

HORTALঢাকা জার্নাল : এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় আগামীকাল বুধবার বাঁশখালীতে হরতাল আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শেষে ছাত্রঐক্য ফোরাম বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন ছাত্রঐক্য ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী।

এদিকে ঘটনার একদিন পর মঙ্গলবার বাঁশখালী পরিদর্শনে গেছেন বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে বাঁশখালীর গন্ডামারায় নিহতদের বাড়িতে যান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যার দিকে গুলিতে নিহত মর্তুজা আলী, জাকের হোসেন এবং আনোয়ারুল ইসলামের জানাজায় অংশ নেন।

আমীর খসরু বলেন, নিজের বাপ-দাদার বসতভিটা রক্ষার সমাবেশে গিয়ে পুলিশের গুলিতে এভাবে প্রাণ দিতে হয়, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার দাবি জানান আমীর খসরু।

এদিকে বাঁশখালীর ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.