রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

এপ্রিল ৫, ২০১৬

earthquakeঢাকা জার্নাল: রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৫।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুর ১টা ৪২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় এ ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা যায়, কম্পনের মাত্রা ৪ দশমিক ৬। কিন্তু পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে কম্পনের মাত্রা ৫। ভারতের মেঘালয়ের কাবিল এলাকায় যার উৎপত্তিস্থল। গভীরতা মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। রংপুর থেকে ১২০ কিলোমিটার পূর্বে এ ভূকম্পনের অবস্থান। ভূমিকস্প বাংলাদেশ ছাড়াও ভারতের আসামে অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ঢাকা জার্নাল,  এপ্রিল ০৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.