সম্পাদকসহ ইনকিলাবের তিন সাংবাদিকের বিরুদ্ধে পরোয়ানা

মার্চ ২০, ২০১৬

Law1458488408ঢাকা জার্নাল : ওয়ারি থানার একটি মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামী ২১ এপ্রিল গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারিকৃত অপর আসামিরা হলেন- ওই পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৮ আগস্ট দৈনিক ইনকিলাবে ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়াদ্দার প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছেন বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে প্রলয় কুমার জোয়াদ্দার ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগাগ প্রযুক্তি আইনে মামলা করেন।

ঢাকা জার্নাল, মার্চ ২০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.