রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১১, ২০১৬

accidentঢাকা জার্নাল: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আদ্বদীন হাসপাতালের কর্মচারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

শুক্রবার ভোরে ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া জানান, ভোরে টেকনিক্যালে রিকশাযোগে মো. হাবিবুল্লাহ (২৩) বাসায় ফেরার পথে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত হাবিবুল্লাহ আদ্বদীন হাসপাতালের কর্মচারী ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অপরদিকে, যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার যাত্রীকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলেও জানান এএসআই।

ঢাকা জার্নাল, মার্চ১১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.