শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মার্চ ২, ২০১৬

Sawkatঢাকা জার্নাল : নাশকতা, হত্যা চেষ্টা ও বোমা বিস্ফোরণের একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিযেছেন আদালত।

বুধবার (০২ মার্চ) দুপুরে ঢাকা সিএমএম আদালতের বিচারক এসএম মাসুদ জামান এ আদেশ দেন।

এর আগে রাজধানীর শাহবাগ থানায় নাশকতা, হত্যা চেষ্টা ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শওকত মাহমুদকে ৭ দিনের রিমান্ড চান ওই থানার এসআই সুব্রত গোলদার।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহ আলম তালুকদার ও সিনিয়র এসি (প্রসিকিউশন) মিরাশ উদ্দিন।

আর শওকত মাহমুদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

শুনানি শেষে বিচারক এসএম মাসুদ জামান রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দেন।

একই সঙ্গে আগামী দুই কার্য দিবসের মধ্যে শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

মামলার এজহারে বলা হয়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।

এ সময় পুলিশের ওপর হামলা ছাড়াও গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ করে নাশকতা চালায় তারা।

এ ঘটনায় ওই সময় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। তখন মামলায় আসামি হিসেবে শওকত মাহমুদের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়।

ঢাকা জার্নাল, মার্চ ০২, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.