ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় অভিযোগ গঠনের আদেশ ৬ মার্চ

ফেব্রুয়ারি ২৮, ২০১৬

marderঢাকা জার্নাল: রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামসুন্নাহার ওই দিন নির্ধারণ করেন।

এদিন রনির পক্ষে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু। তিনি এদিন রনির অব্যাহতির আবেদনের ওপরও শুনানি করেন। শুনানিকালে কারাগারে আটক রনিকে আদালতে হাজির করা হয়। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন মোহাম্মাদ মাকসুদ।

এর আগে গত বছর ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস এ মামলায় রনিকে একমাত্র আসামি করে এবং তার গাড়ি চালক ইমরানের অব্যাহতি চেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় বখতিয়ার আলম রনিকে তিন দফা ১০ দিনের রিমান্ড শেষে গত বছর ২ জুলাই আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

এছাড়া এ মামলা রনির তিন বন্ধু টাইগার কামাল, জাহাঙ্গীর ভূইয়া ও কামাল মাহমুদ আদালতে রনির বিরুদ্ধে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

ঢাকা জার্নাল, ২৮ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.