‘বাড়তি ফি নিয়েছে রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান’

ফেব্রুয়ারি ২৮, ২০১৬

Nahidঢাকা জার্নাল: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বাড়তি ফি নিয়েছে রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজ, হলিক্রস কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মিরপুর বাংলা কলেজসহ রাজধানীর নামিদামি অধিকংশ শিক্ষা প্রতিষ্ঠান।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকেক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের হাতে তথ্য রয়েছে, সারা দেশে ৩ হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসিতে বাড়তি ফি নিয়েছে। এর মধ্যে ৮৩০টি শিক্ষা প্রতিষ্ঠান টাকা ফেরত দিয়েছে, ৯৯৯টি বলেছে তারা টাকা নেয়নি এবং ১২০৯টি প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি। জবাব দেয়নি এমন প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা জার্নাল,২৮ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.