শিক্ষকদের পাশে এরশাদ

ফেব্রুয়ারি ২৬, ২০১৬

arshadঢাকা জার্নাল: মপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আমরণ অনশনে সংহতি জানিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার দুপুরে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘আপনি তো মা, আপনার এ সন্তানদের দেখবেন। অনাহারে শিক্ষকরা রাস্তায় শুয়ে থাকবে, এটা তো হয় না। আলোচনা করার অনুরোধ করবো। প্রয়োজনে প্রজ্ঞাপন বাতিল করুন।’

তিনি আরো বলেন, ‘বাবা-মায়ের পরে শিক্ষকদের স্থান। তারা রাস্তায় অবস্থান করছেন। অথচ তাদেরকে দেখার কেউ নেই।’

তিনি বলেন, ‘২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের ফলে ৫ বছর বিনাবেতনে থেকে এই শিক্ষকরা কিভাবে এতদিন বেঁচে আছেন এটাই প্রশ্ন। শিক্ষকরা আমাদের মানুষ করে, আর এই শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে।’

এ সময় শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান এরশাদ।

এরশাদ বলেন, ‘আপনারা অনশন প্রত্যাহার করে ঘরে ফিরে যান। শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় আমি শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। আশা করি সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা নেবেন।’

এ সময় পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান এরশাদ।

এর আগে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছিল সংগঠনটির সভাপতি প্রদীপ চন্দ্র রায়।

ঢাকা জার্নাল, ২৬ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.