হজ এজেন্সী দুর্নীতির আশ্রয় নিলেই কঠোর ব্যবস্থা

ফেব্রুয়ারি ২৬, ২০১৬

hojjঢাকা জার্নাল : দুর্নীতর আশ্রয় নিলেই হজ এজেন্সীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বৃহস্পতিবার আশকোনার হজক্যাম্পে হজ পূর্ববর্তী প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ধর্মসচিব আব্দুল জলিল, হজ পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এবং হাবের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, হজ মৌসুমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতির চেষ্টা করে। এ বছর যদি এমন চেষ্টা করা হয়, তাহলে কোনোভাবেই তাদের ছাড়া দেওয়া হবে না।

সংশ্লিষ্ট রহজ কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে ধর্মমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.