ইউরোপীয় ৫ নাগরিকের উপর পুলিশি নজরদারি

ফেব্রুয়ারি ১৭, ২০১৬

ATM_ঢাকা জার্নাল: এটিএম বুথে জালিয়াতির ঘটনায় ৪ থেকে ৫ জন বিদেশি নাগরিক পুলিশি নজরজারিতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ওই ৪/৫ নাগরিক পূর্ব ইউরোপের কোনো দেশের নাগরিক। তাদের মধ্যে একজন ওই ঘটনায় জড়িত রয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে। সে অনুযায়ী তদন্তে এগোচ্ছি আমরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিএম বুথের সিসি ফুটেজে আমরা দেখেছি, ৪-৫ জন লোক একই মুখাবয়েবের; তবে এরমধ্যে একজনের চেহারা স্পষ্ট। আমরা তদন্ত করে নিশ্চিত হওয়ার পর জড়িত ব্যক্তিকেই গ্রেফতার করবো।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এটিএম বুথে অন্যের অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে টাকা উত্তোলনের ঘটনা ঘটে।

সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি শেওরাপাড়ায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলে নেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় প্রত্যেক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক।

ঢাকা জার্নাল, ১৭ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.