তারামন বিবি বক্ষব্যাধিতে, মেডিক্যাল বোর্ড গঠন

ফেব্রুয়ারি ১৭, ২০১৬

taramon bibiঢাকা জার্নাল : উন্নত চিকিৎসার জন্য বীর প্রতীক তারামন বিবিকে ময়মনসিংহ থেকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে আনা হয়েছে। তার চিকিৎসার জন্য বক্ষব্যাধি হাসপাতালের পরিচালককে প্রধান করে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তাকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যার কারণে রংপুরের কুড়িগ্রামের রাজীবপুর কাচারিপাড়া এলাকা থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা বীর মুক্তিযোদ্ধা তারামন বিবিকে।

তারামন বিবির ছেলে আবু তাহের জানান, হঠাৎ করেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবরাখবর সংগ্রহ করা এবং সম্মুখযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এ কারণে তাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ১৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.