দলীয় নেতা-কর্মীদের সবকিছু উজাড় করে রাজনীতি শেখার আহ্বান শেখ হাসিনার

ফেব্রুয়ারি ২, ২০১৬

PMঢাকা জার্নাল : আওয়ামী লীগ প্রধান ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের নেতা-কর্মীদের সবকিছু উজাড় করে রাজনীতি করা শিখতে হবে। আওয়ামী লীগে ‍অনেক ত্যাগী নেতা ছিলেন বলেই বারবার আঘাত আসার পরও কেউ কিছু করতে পারেনি। মঙ্গলাবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নূরুল ইসলাম ও সদ্য প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ শোকসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ অনেক ত্যাগী নেতার জন্ম দিয়েছিল। আর বঙ্গবন্ধু সৃষ্টি করেছিলেন অনেক ত্যাগীকর্মীর। যারা দুর্দিনে দলের হাল ধরেছেন।

তিনি বলেন, এমএ আজিজ কাজ করেছেন নীরবে। কখনও হামবরা ভাব দেখাতেন না তিনি। তিনি পার্টিকে শুধু দিয়ে গেছেন, বিনিময়ে কিছুই চাননি। আর তিনি (নূরুল ইসলাম) বসে বসে নিজের হাতে পোস্টার লিখেছেন, প্রচারণা চালিয়েছেন। ছয় দফার বেশিরভাগ পোস্টারই লিখেছিলেন তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০২, ২০১৬

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.