অধ্যাপক ডা. সাইদুর রহমানের মৃত্যুতে সিপিবি’র শোক

জানুয়ারি ২৮, ২০১৬

16বাংলাদেশ আফ্রো-এশিয় গণসংহতি পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের প্রাক্তন সদস্য, দেশের খ্যাতনামা চক্ষু চিকিৎসক, বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান চিকিৎসক, চিকিৎসক সমাজের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এ এইচ সাইদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সিপিবি’র নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ডা. সাইদুর রহমান প্রগতিশীল ছাত্র আন্দোলনের মাধ্যমে বামপন্থী রাজনীতিতে যুক্ত হন। মহান মুক্তিযুদ্ধ ও এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে ডা. সাইদুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এ দেশের চিকিৎসক সমাজকে সংগঠিত করতে বিশাল অবদান রাখেন। তিনি ছিলেন চিকিৎসকদের প্রিয় নেতা। সিপিবি’র সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দেশ এক অসামান্য প্রগতিশীল ব্যক্তি ও গরিবদরদী চিকিৎসককে হারালো। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.