‘একদিন আওয়ামী লীগকে রক্তঋণ মহামূল্যে পরিশোধ করতে হবে’

জানুয়ারি ১২, ২০১৬

03বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, মানুষের প্রতিবাদের যে অধিকার তা গণতন্ত্র স্বীকৃত এবং আমাদের সংবিধান স্বীকৃত। এগুলোর কোন কানাকড়ির মূল্য নেই আওয়ামী লীগের কাছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রলীগের হামলায় কওমী মাদ্রাসাছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাসুদুর রহমান নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের প্রতিবাদের আওয়াজ শুনলে তারা(আওয়ামীলীগ) দিশেহারা হয়ে উঠে, সেদিকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে। সমাজে বিচিত্র বহুত্ববাদিতার লালন ও পরিচর্যার অবশিষ্ট রাখেনি বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী। জনগণের রক্ত ঝরিয়ে তারা টিকে থাকবে বলে মনে করছে। কিন্তু এই রক্তঋণ একদিন মহামূল্যে পরিশোধ করতে হবে তারা তা টের পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার কওমী মাদ্রাসার ছাত্রদের আন্দোলনে সন্ত্রাসীদের হামলা ও শিক্ষার্থী হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রিজভী অভিযোগ করেন, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগরে দুটি মাদ্রাসা হযরত শাহাজালাল (রঃ) কমপ্লেক্স ও হযরত আবু বকর (রঃ) মাদ্রাসা এবং একটি মসজিদ মন্ত্রী সাইদুল হকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে কয়েকদিন ধরেই কওমী মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। সোমবার এক পর্যায়ে কওমী মাদ্রাসাছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাসুদুর রহমানকে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে আক্রমণ করে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মাসুদ ইন্তেকাল করেন। এখন ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। তিনি আরো বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার নৈতিকতার ধার ধারেন না বলেই আইন প্রয়োগকারী সংস্থা ও নিজেদের অঙ্গ-সংগঠনগুলোকে ভাড়াটিয়া খুনে বাহিনীতে পরিণত করেছে। এদের দিয়ে জনগণের প্রতিবাদকে রক্তাক্ত পন্থায় দমন করা হচ্ছে। আওয়ামী শাসকগোষ্ঠী কোন দিনই গণতন্ত্রের ধার ধারেন না। মানুষের প্রতিবাদের যে অধিকার তা গণতন্ত্র স্বীকৃত এবং আমাদের সংবিধান স্বীকৃত। এগুলোর কোন কানাকড়ির মুল্য নেই আওয়ামী লীগের কাছে। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে সমনজারিকে চক্রান্ত বলে আখ্যায়িত করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আবারও সমনজারি করা হয়েছে। এর আগেও একই মামলায় তারেক রহমান খালাস পেলেও সরকার জিয়া পরিবারের প্রতি তার তীব্র বিদ্বেষের ফলশ্রুতিতে আবারও তারেক রহমানের বিরুদ্ধে একই মামলায় তাকে ফাসানোর জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে। আদালত তাকে খালাস দিলেও শেখ হাসিনার ঈর্ষা তাকে খালাস দিচ্ছে না। সরকার ও সরকারের দোষরদের ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে। জাতীয়তাবাদী শক্তিকে নানা দিক থেকে দুর্বল করার জন্য সরকারের এই সমস্ত ব্যর্থ পরিকল্পনা, তারেক রহমানের বিরুদ্ধে নানাবিধ মামলা দিয়ে হয়রানি দুদক ও সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ। তারেক রহমানের নামে সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ ছাড়াও সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে পৌর নির্বাচনে ৯০ ভাগ আসনে বিএনপি বিজয়ী হতো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.