অবরুদ্ধ সিরিয়া থেকে ৪০০ জনকে সরিয়ে নেওয়া প্রয়োজন

জানুয়ারি ১২, ২০১৬

13সিরিয়ার অবরুদ্ধ মাদায়া শহরের অন্তত ৪০০ জন মানুষকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া প্রয়োজন। নিউজিল্যান্ডের জাতিসংঘ দূতের বরাত দিয়ে বিবিসি এই কথা জানিয়েছে। জেরার্ড ভ্যান বোহেমেন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পরে এই কথা বলে। নিরাপত্তা পরিষদে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এই শহরের সংকট নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের সদর দপ্তরে তিনি বলেন, কমপক্ষে ৪০০ বাসিন্দাকে তৎক্ষণাৎ মাদায়া থেকে সরিয়ে নিতে হবে। তাদের সেখান থেকে নিয়ে আসদে সিরীয় সরকারের অনুমতি প্রয়োজন।   এর আগে খাদ্য নিয়ে জাতিসংঘের গাড়িবহর মাদায়াতে পৌছেছে। প্রায় ৪০ হাজার মানুষের এই শহর গত ছয় মাস ধরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ জানিয়ে ছিল তাদের কাছে বিশ^াসযোগ্য খবর রয়েছে এই শহরে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এছাড়া একই সময়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ইদিব প্রদেশেও একটি গাড়িবহর গেছে। ফোয়াহ ও কেফায়া এলাকার অবস্থা খুব খারাপ বলে মনে করা হচ্ছে।  এখানে প্রায় ২০ হাজার মানুষ গত মার্চ থেকে অবরুদ্ধ হয়ে আছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.