বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী

ডিসেম্বর ২৯, ২০১৫

06যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে শীতকালীন কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে পৌঁছান তিনি। বিমানবাহিনীর কুচকাওয়াজের পর বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ও ডিজিটাল যশোরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। বিকেল ৩টায় শহরের ঈদগাহ মাঠে তিনি দলীয় জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো শহরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। শহরের বিভিন্ন এলাকা ব্যানার, ফেস্টুন, রং-বেরঙের পতাকা আর তোরণে ভরে গেছে। জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দিনরাত ব্যস্ত দলের অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনের খবরে এলাকার সাধারণ লোকজনের মাঝেও বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে। ২০০৮ সালের নির্বাচনী প্রচারণায় যশোরবাসীকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন শেখ হাসিনা। তার অংশ হিসেবে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব প্রশিক্ষণ কেন্দ্র সহ অনেক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মেহেরুল্লাহ নগর রেলস্টেশন এবং আইটি পার্ক নির্মাণের দাবি জানিয়েছে যশোরবাসী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.