খালেদা জিয়ার সাজা দাবি

ডিসেম্বর ২৯, ২০১৫

09মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি পালন করছে বেশ কয়েকটি সংগঠন। মঙ্গলবার বেলা সোয়া ১০টা থেকে গুলশান-২ নম্বর গোলচত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতা-কর্মী সেখানে জড়ো হন।

গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে তারা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাওয়ের জন্য যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার কারণে তারা গোলচত্বরে বসেই অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশের ব্যারিকেডের কারণে উপস্থিত নেতা-কর্মীরা খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে পারেননি। তারা গুলশান-২ নম্বর গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’ এ ছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.